Technology

banner image

সত্যি কি মানুষ চাঁদে গিয়েছে?- একটি বিতর্কিত পোষ্ট!

১৯৬৯ সাল ১৬ই জুলাই নীল আর্মস্ট্রং, বাজ অলড্রিন এবং মাইক কলিন্স চাঁদের উদ্দেশ্যে রওনা করেন। Apollo 11 ছিল তাদের বাহন । যাই হোক নাটক শেষে তারা কিছু পাথর নিয়ে হাজির হয় । ইত্যাদি... 






এই ছবিটি দেখুন...







 এবার এই ছবি দেখেন।

পরের ছবিতে আসা যাক ।

E-তে কোন ছায়া দেখছেন ??

নাসা বলেছে, Spaceship ফ্লাই করার সময় ওটা Shadow . কিন্তু পৃথিবীতে বিমান বা অন্য কিছু ওড়ার সময়ও এত Dark ছায়া পড়ে না।
এখন এই ছবি দেখুন...

K-টা পুরোই অন্ধকার, কিন্তু আমেরিকার পতাকা দেখা যাচ্ছে কিভাবে !!

আর J-তে তো তারা বা নক্ষত্র দেখা যাচ্ছে না !!!
ক্যামেরা যদি বুকেই বাধা থাকে, তবে





➽ বিঃ দ্রঃ- এই পোষ্টের সকল যুক্তি ও তথ্য গুলির সূত্র "টেকটিউনস" থেকে সংগৃহিত এবং ভিডিও সূত্র "YOU TUBE"

এগুলো সবই যুক্তিযুক্ত সমালোচনা। যেগুলো বিভিন্ন বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন এবং যুক্তি দিয়ে বোঝাতে চেষ্টা করেছেন। কিন্তু আমাদের মনে হতেই পারে যে 'নাসা' এমন ছলনা করবে কেন?

তাই এই সব সমালোচনার 'সমালোচনা' প্রকাশ হতে খুব দেরি হয়নি। এই সমালোচনা গুলির বিপক্ষে অনেক বিজ্ঞানী তাঁদের যুক্তি দেখিয়েছেন। এবং বলেছেন 'অ্যাপেলো-১১' মিশন বস্তবে ঘটেছে। এই বিষয়ে জানার জন্য পরবর্তী পোষ্ট দেখুন বা এখানে ক্লিক করুন।



সত্যি কি মানুষ চাঁদে গিয়েছে?- একটি বিতর্কিত পোষ্ট! সত্যি কি মানুষ চাঁদে গিয়েছে?- একটি বিতর্কিত পোষ্ট! Reviewed by ভূগোল প্রেমী on জুলাই ২০, ২০১৭ Rating: 5

Home Ads

Blogger দ্বারা পরিচালিত.