Technology

banner image

UP TET Geography পর্ব-১

আজ থেকে শুরু হল ঊচ্চ-প্রাথমিক টেটের ভূগোল প্রস্তুতি পর্ব। আমরা ধারাবাহিক ভাবে অসংখ্য প্রশ্ন ও উত্তর দিয়ে আপনাদের প্রস্তুতিতে সাহায্য করবো। তাই প্রতিনিয়ত নজরে রাখুন আমাদের সাইট। চলুন প্রথম পর্ব শুরু করা যাক-
UP TET Geography
UP TET Geography
১. ধুঁয়াধার জলপ্রপাত কোন্‌ নদীতে দেখা যায়- নর্মদা নদীতে।

২. পৃথিবীর উচ্চতম জলপ্রপাতের নাম কী- অ্যাঞ্জেল।

৩. গঙ্গার উচ্চগতি গোমুখ থেকে কতদুর পর্যন্ত- হরিদ্বার পর্যন্ত।

৪. ভারতের একটি অন্তর্বাহিনী নদীর নাম কী- লুনী।

৫. মোট বনভূমির পরিমানে সবচেয়ে জোন্‌ রাজ্যে বেশি- মধ্যপ্রদেশ।

৬. ভারতের কোন্‌ রাজ্য কফি উৎপাদনে প্রথম- কর্নাটক।

৭. কোন্‌ বন্দরের মারফৎ পাট রপ্তানি করা হয়- কলকাতা।

৮. রাজস্থানের মরু অঞ্চলে সৃষ্ট প্রবল ধুলিঝড় কে কী বলে- আঁধি।

৯. ডেট্রয়েট কি জন্য বিখ্যাত- মোটরগাড়ী শিল্পের জন্য.

১০. বাংলার দুঃখ কাকে বলে- দামোদর নদ কে।

১১. কোন্‌ পর্বতের আর এক নাম সহাদ্রী পর্বত- পশ্চিমঘাট পর্বত।

১২. কালাহারি মরুভূমি কোথায় অবস্থিত দক্ষিন-পশ্চিম আফ্রিকাতে।

১৩. কোন্‌ নদীর গতিপথে হুড্রু জলপ্রপাত অবস্থিত- সুবর্ণরেখা নদী।

১৪. কাকে নীলনদের দান বলা হয়- ইজিপ্ট কে।

১৫. ভূমধ্যসাগরের চাবিকাঠি কাকে বলে- জিব্রাল্টার প্রনালীকে।

১৬. হাজার হ্রদের দেশ কাকে বলে- ফিনল্যান্ডকে।

১৭. পঞ্চনদীর দেশ কাকে বলে- পাঞ্জাব কে।

১৮. ঝুমচাষ কোন্‌ অঞ্চলে বেশি হয়- পার্বত্য অঞ্চলে।

১৯. ডেট্রিটাস ফিডার কাদের বলে- মৃত, অর্ধপাচ্য খাদ্য গ্রহণকারীদের।

২০. মরিশাস দ্বীপটি কোন্‌ মহাসাগরে অবস্থিত- ভারত মহাসাগরে।
ধন্যবাদ সকলকে এতক্ষন আমাদের সাথে থাকার জন্য। আপনাদের মতামত অবশ্যই জানাবেন নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে। আমরা কি কি ভাবে সাহায্য করতে পারি জানাবেন। পরবর্তী পর্বের জন্য নজর রাখুন প্রতিনিয়ত।
UP TET Geography পর্ব-১ UP TET Geography পর্ব-১ Reviewed by Animesh Admin on অক্টোবর ০৬, ২০১৭ Rating: 5

Home Ads

Blogger দ্বারা পরিচালিত.