Technology

banner image

চাঁদের মাটিতে মানুষ- মিশন "অ্যাপেলো-১১" (The First Person on the Moon)

চাঁদে যুক্তরাষ্ট্রের পতাকা ও সঙ্গে নীল আর্মস্ট্রং
চাঁদে যুক্তরাষ্ট্রের পতাকা ও সঙ্গে নীল আর্মস্ট্রং
সালটা ছিল ১৯৬১। সেই সময় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ছিলেন জন এফ কেনেডি। তিনি চেয়েছিলে মানুষকে চাঁদে পাঠাতে। তাঁর ইচ্ছা অনুযায়ি নাসা চাঁদে মানুষ পাঠানোর পরিকল্পনা করতে লাগল। এবং অবশেষে ১৯৬৯ সালে সেই দিন এল যেদিন “অ্যাপেলো-১১” মিশন বাস্তবায়িত হতে চলেছে।







অ্যাপেলো-১১”
“অ্যাপেলো-১১” যাত্রা শুরু করল ১৬ ই জুলাই ১৯৬৯ সালে নীল আর্মস্ট্রং, এডউইন "বজ" আলড্রিন ও মাইকেল কলিন্স নামক তিনজন মহাকাশ যাত্রীকে নিয়ে।
নীল আর্মস্ট্রং, এডউইন "বজ" আলড্রিন ও মাইকেল কলিন্স
একি সাথে নীল আর্মস্ট্রং, এডউইন "বজ" আলড্রিন ও মাইকেল কলিন্স


"Here men from the planet Earth first set foot upon the moon July 1969, A.D. We came in peace for all mankind."



অ্যপেলো-১১ মিশনে যাওয়ার শেষ মুহুর্তের প্রস্তুতি










"










চাঁদের মাটিতে মানুষ- মিশন "অ্যাপেলো-১১" (The First Person on the Moon) চাঁদের মাটিতে মানুষ- মিশন "অ্যাপেলো-১১" (The First Person on the Moon) Reviewed by ভূগোল প্রেমী on জুলাই ২০, ২০১৭ Rating: 5

Home Ads

Blogger দ্বারা পরিচালিত.