আজ থেকে শুরু হল ঊচ্চ-প্রাথমিক টেটের ভূগোল প্রস্তুতি পর্ব। আমরা ধারাবাহিক ভাবে অসংখ্য প্রশ্ন ও উত্তর দিয়ে আপনাদের প্রস্তুতিতে সাহায্য করবো। তাই প্রতিনিয়ত নজরে রাখুন আমাদের সাইট। চলুন দ্বিতীয় পর্ব শুরু করা যাক-
![]() |
UP TET Geography |
২১. কক্ষতলের সাথে পৃথিবীর মেরুরেখার কৌণিক
অবস্থান কত- ৬৬ ডিগ্রি ৩০ মিনিট।
২২. অ্যানিমোমিটার কি কাজে ব্যবহার হয়-
বায়ুর গতিবেগ পরিমাপের জন্য।
২৩. সৌরজগতের উজ্জলতম গ্রহ কোনটি- শুক্র।
২৪. কোন্ দ্রাঘিমাকে আন্তর্জাতিক তারিখ
রেখা বলা হয়- ১৮০ ডিগ্রি।
২৫. কলকাতার প্রতিবাদ স্থানের দ্রাঘিমা কত-৯১ ডিগ্রি ৩০ মি পঃ।
২৬. কোথায় “ঝঞ্ঝার মহাসাগরের” অস্তিত্ব পাওয়া
যায়- চাঁদে।
২৭. চাঁদের আলো পৃথিবীতে আসতে কত সময় লাগে-
১.৩ সেকেন্ড।
২৮. সূর্যের উপরিভাগের তাপমাত্রা কত- প্রায়
৬০০০ ডিগ্রি সেলসিয়াস।
২৯. কার চারিদিকে ধুমকেতুর পরিক্রমন দেখা
যায়- সূর্যের।
৩০. হ্যালির ধুমকেতু কত বছর অন্তর দেখা
যায়- ৭৬ বছর।
৩১. কোন্ গ্রহটি সূর্যের পশ্চিমদিকে উদয়
হয় এবং পূর্বদিকে অস্ত যায়- শুক্র।
৩২. পৃথিবীর কোন্ অংশে সারাবছর দিন ও
রাত্রি সমান- নিরক্ষিয় অংশে।
৩৩. কিরঘিজ রা কোথায় বাস করে- পশ্চিক- মধ্য
এশিয়াতে।
৩৪. কঙ্গো উপত্যকায় অতিশয় খর্বাকৃতি
লোকেদের কি বলা হয়- পিগমি।
৩৫. মাসাইদের গৃহপালিত গবাদি পশুদের কি বলা
হয়- জেবু।
৩৬. কোন্ মেঘ থেকে বৃষ্টি হয়- নিম্বাস।
৩৭. কালবৈশাখীর সময় উত্তর-পশ্চিম আকাশে
কোন্ ধরণের মেঘ দেখা যায়- কিউমুলো-নিম্বাস মেঘ।
৩৮. বাতাসের শহর কাকে বলে- শিকাগো।
৩৯. পৃথিবী থেকে কোনো নক্ষত্রের দুরত্বের
একক কী- আলোকবর্ষ।
৪০. শান্ত সমুদ্র কোথায় অবস্থিত- চন্দ্রে।
ধন্যবাদ সকলকে এতক্ষন আমাদের সাথে থাকার জন্য। আপনাদের মতামত অবশ্যই জানাবেন নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে। আমরা কি কি ভাবে সাহায্য করতে পারি জানাবেন। পরবর্তী পর্বের জন্য নজর রাখুন প্রতিনিয়ত।
UP TET Geography পর্ব-২
Reviewed by Animesh Admin
on
অক্টোবর ০৬, ২০১৭
Rating:
