Technology

banner image

সম্পদের ধারনা-পর্ব-২ (concept of resources-part-2)

আমরা সম্পদ অধ্যায় আলোচনা করছি।  আমরা প্রথমে সম্পদের সাধারন ধারনাগুলিকে জানার চেষ্টা করছি। এর আগে আমরা প্রথম পর্ব পড়েছি, আজ আমরা পরবর্তী পর্ব অর্থাৎ দ্বিতীয় পর্ব পড়ব...
(concept of resources-part-2)
(concept of resources-part-2)
১৬. MAN = Manageable Accommodating Neighbourly

১৭. শ্রমিকের দক্ষতা কোন্ ধরনের সম্পদ- মানবিক সম্পদ

১৮. ফ্যান্টম পাইল কী- ব্যবহারের ফলে সম্পদ ক্রমশ হ্রাস পায়, কিন্তু উন্নত প্রযুক্তির মাধ্যমে সম্পদের গুণগত পরিমান বৃদ্ধি করা সম্ভব এই প্রকৃয়াকে ফ্যামটম পাইল বলে

১৯. যেসব বস্তু বা উপাদান মানুষ এখনও ব্যবহার করতে পারেনি তাকে কী বলে- নিরপেক্ষ উপাদান

২০. বায়োডিজেল কাকে বলে- জাট্রোপা কারকাস গাছের বীজ থেকে সৃষ্ট তেল কে বায়োডিজেল বলে।

২১. কোক কয়লা কে আবিষ্কার করেন- আব্রাহাম ডার্বি।

২২. “দ্য লিমিট টু গ্রোথ” গ্রন্থের লেখক কে- মেডোস (১৯৭৯)।

২৩. “দ্য ক্লাব অফ রোমা” কত সালে প্রকাশিত হয়- ১৯৭২।

২৪. সম্পদের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট হল- কার্যকারিতা।

২৫. “লিমিট টু গ্রোথ”-রিপোর্ট অনুসারে সবচেয়ে কম আয়ুকাল যুক্ত সম্পদ হল- তামা।

২৬. “সম্পদের ব্যবহারে মানুষে ভূমিকা দৈত্ব”- জিমারম্যান।

২৭. সম্পদ সৃষ্টির প্রাথমিক উপাদান কী- প্রকৃতি।

২৮. “সম্পদ মানুষের দ্বারা, মানুষের জন্য ও মানুষকে নিয়ে সৃষ্টি”- কার উক্তি- জিমারম্যান।

২৯. নিরপেক্ষ উপাদান গুলির কার্যকারিতা কেমন- শূন্য।

৩০. ফ্যান্টম পাইল বা অলীকপুঞ্জ ধারণা প্রথম কে দেন- জিমারম্যান।

ধন্যবাদ সকলকে। পরবর্তী পর্বের জন্য আমাদের সঙ্গে থাকুন নজরে রাখুন।
সম্পদের ধারনা-পর্ব-২ (concept of resources-part-2) সম্পদের ধারনা-পর্ব-২ (concept of resources-part-2) Reviewed by ভূগোল প্রেমী on অক্টোবর ০২, ২০১৭ Rating: 5

Home Ads

Blogger দ্বারা পরিচালিত.