স্কুল সার্ভিস কমিশনের উচ্চ-প্রাথমিক টেট এর ভূগোলের পাঠ্যক্রম নিম্নে দেওয়া হল। দেখে নিন আপনাদের কোন্ কোন্ বিষইয়গুলি খুব ভালো করে পড়তে হবে।
![]() |
UPPER PRIMARY TET SYLLABUS (GEOGRAPHY) |
➽ সমাজবিদ্যা এবং বিজ্ঞান রূপে ভূগোল
➽ গ্রহ : পৃথিবী এবং সৌর পরিবার
➽ গ্লোব
➽ পরিপূর্ণ পরিবেশ : প্রাকৃতিক এবং মানুষের পরিবেশ
➽ বায়ু
➽ জল
➽ মানুষের পরিবেশ : স্থাপন, পরিবহন এবং যোগাযোগ
➽ সম্পদ : ধরণ-প্রাকৃতিক এবং মানবিক
➽ কৃষি, শিল্প,
খনিজ ইত্যাদিধন্যবাদ সকলকে। আমরা ধারাবাহিক ভাবে টেট এর জন্য সমস্ত ধরণের প্রস্তুতির আয়োজন করেছি। তাই আমাদের সাথে নিযুক্ত থাকবেন।
UPPER PRIMARY TET SYLLABUS (GEOGRAPHY)
Reviewed by Animesh Admin
on
অক্টোবর ০৬, ২০১৭
Rating:
