Technology

banner image

General Knowledge- সাধারণ জ্ঞানের ভান্ডার- পর্ব-১

আমরা প্রতিনিয়ত সমস্ত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ন সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তর আলোচনা করবো। যেগুলো আপনাদের আগত বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ন ভূমিকা গ্রহণ করবে। ধারাবাহিক ভাবে বিভিন্ন পর্বের মাধ্যমে যতটা সম্ভব আপনাদের সাহায্য করতে থাকবো আমরা। তাই আমাদের সাথে যুক্ত থাকুন নজরে রাখুন।
সাধারণ জ্ঞানের ভান্ডার- পর্ব-১
সাধারণ জ্ঞানের ভান্ডার- পর্ব-১
প্রশ্ন: বিশ্বের উচ্চতম রেললাইন কোথায় অবস্থিত?
: ভারতের জম্নু-কাশ্মীরের লে-তে(৩৩০০মি. উচ্চতা).

প্র: সম্পূর্ণ মহিলাদের দ্বারা পরিচালিত ভারতের রেলওয়ে স্টেশনের নাম কী?
: মহারাষ্ট্রের মাতুঙ্গা

প্র: আইফা ২০১৭ এর শ্রেষ্ঠ চলচ্চিত্রের নাম কী?
: নীরজা

প্র: কনফেডারেশন কাপ ২০১৭ সালের চ্যাম্পিয়ন কোন দেশ?
: জার্মানি

প্র: সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস ইনডেক্সে ভারতের স্থান কত?
: ১১৬ তম

প্র: কেন্দ্রীয় রেলমন্ত্রক সম্প্রতি কোন মোবাইল অ্যাপ্স চালু করেছেন?
: SAARTHI Apps.

প্র: ফ্রান্সের মুদ্রার নাম কী?
: ফ্র্যাঙ্ক

প্র: ব্যাঙাচির রূপান্তরে সাহায্য করে কে?
: থাইরক্সিন

প্র: হৃৎপিন্ডের সঙ্গে সংযুক্ত স্নায়ুর নাম কী?
: ভেগাস

প্র: বৃক্ষজাতীর দুষ্প্রাপ্য উদ্ভিদের সংরক্ষিত উদ্যান কে কি বলে?
: অরবোটাম

প্র: “দামিন--কোহকথার অর্থ কী?
: পাহারের প্রান্তদেশ

প্র: ঝাঁসির রানি ব্রিগেড কী?
: আজাদ হিন্দ বাহিনীর নারী ব্রিগেড

প্র: দুধের প্রোটিনের নাম কী?
: কেজিন

প্র: কেঁচো কিসের মাধ্যমে শ্বাস কার্য চালায়?
: ত্বক

প্র: তরল অবস্থায় ওজোন গ্যাসের স্ফুটনাংঙ্ক কত?
: -১১২. ডিগ্রী সেন্টিগ্রেড

আজ এই পর্যন্তই থাক। পরবর্তি পর্বে আবার এই ধরনের জানা অজানা সাধারণ জ্ঞানের ভান্ডার নিয়ে হাজির হবো। ততক্ষনে আপনারা আপনাদের মতামত নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। যদি কোনো সমস্যা বা কিছু জানার থাকলে কমেন্ট করবেন। ধন্যবাদ। পরবর্তি পর্বের জন্য আমন্ত্রন জানিয়ে রাখলাম।

All Copy Right Reserved by- www.bhugol.in

General Knowledge- সাধারণ জ্ঞানের ভান্ডার- পর্ব-১ General Knowledge- সাধারণ জ্ঞানের ভান্ডার- পর্ব-১ Reviewed by Animesh Admin on অক্টোবর ০৫, ২০১৭ Rating: 5

Home Ads

Blogger দ্বারা পরিচালিত.