১. ঝাড়্গ্রাম জেলাটি কোন প্রশাসনিক বিভাগের মধ্যে অবস্থিত?
ক. মেদিনীপুর
খ. প্রেসিডেন্সী
গ. বর্ধমান
ঘ. মালদা
২. পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি ‘তপশিলি উপজাতি’-শ্রেনীর লোকেরা বাস করে?
ক. পুরুলিয়া
খ. বিরভূম
গ. দক্ষিন ২৪ পরগনা।
ঘ. কোচবিহার
৩. পশ্চিমবঙ্গের রাজ্য ফুলের নাম কী?
ক. জবা
খ. জুঁই
গ. করবী
ঘ. গন্ধরাজ
৪. দামোদর নদের শাখানদী হল-
ক. শিবানী
খ. হিংলো
গ. কোনার
ঘ. কোনোটি নয়
৫. ভূ-গর্ভস্থ জলের পরিমান সবচেয়ে বেশি কোন জেলায়?
ক. নদিয়া-মুর্শিদাবাদ
খ. দুই মেদিনীপুর
গ. দুই বর্ধমান
ঘ. মালদা-মুর্শিদাবাদ
৬. ‘মশক’ নামক পাহাড়টি কোন্ জেলায় অবস্থিত?
ক. পুরুলিয়া
খ। বীরভূম
গ. পশ্চীম মেদিনীপুর
ঘ. বাঁকুরা
৭. পশ্চিমবঙ্গের কোথায় ধানের গবেষণাগার রয়েছে?
ক. চঁচুঁরা
খ. শান্তিপুর
গ. কালনা
ঘ. সিউড়ি
৮. হলদিয়া বন্দর কবে স্থাপিত হয়?
ক. ১৯৬৩-৬৪
খ. ১৯৬৪-৬৫
গ. ১৯৬০-৬১
ঘ. ১৯৬৫-৬৬
৯. নিচের কোন জোড়া টি ঠিক নয়?
ক. চেহোর = বীরহোড়
খ. ডুংরি = মামা ভাগ্নে পাহাড়
গ. কালান্তর = শক্ত কালো এঁটেল মাটি
ঘ. অবাদা = লবণযুক্ত জমি
১০. পশ্চিমবঙ্গের কোন জেলায় সর্বাধিক পাট চাষ হয়?
ক. নদীয়া
খ. মুর্শিদাবাদ
গ. কোচবিহার
ঘ. পূর্ব মেদিনীপুর।Copy Right - ভূগোল ডট কম
WBCS- প্রস্তুতি (পশ্চিমবঙ্গের ভূগোল) MCQ-1
Reviewed by ভূগোল প্রেমী
on
অক্টোবর ০১, ২০১৭
Rating: