১. ‘ইয়ারলুঙ্ জাংবো’ নদীটিকে আমরা কি নামে চিনি?
ক. মহানদী
খ. ব্রম্ভপুত্র
গ. সিন্ধু
ঘ. গঙ্গা
২. শ্রীরঙ্গম দ্বীপটি কোন নদীর মোহনায় অবস্থিত?
ক. কাবেরী
খ. কৃষ্ণা
গ. গোদাবরী
ঘ. মহানদী
৩. ভারতের সাভানা কোন জলবায়ুকে বলা হয়?
ক. পার্বত্য তৃণ
খ. শুষ্ক তৃণভূমি অঞ্চল
গ. শুষ্ক পর্ণমোচী
ঘ. ম্যানগ্রোভ
৪. ‘ধান চাষ’ কে নিম্নোক্ত কোন শ্রেনীর মধ্যে ধরা হয়ে থাকে-
ক. সিক্ত ফসল
খ. বৃষ্টি ফসল
গ. তৃষ্ণার্ত ফসল
ঘ. সব কটি
৫. হিমাচল প্রদেশের অপরিণত পার্বত্য মাটিকে কি নামে ডাকা হয়-
ক. কারেওয়া
খ. তালুন
গ. কাটিল
ঘ. ধাঙ্কার
৬. ভারতের প্রথম সমুদ্র তরঙ্গ শক্তি চালু হয় কোথায়-
ক. কর্ণাটকের শিবসমুদ্র
খ. তামিলনাড়ুর কালাপক্কম
গ. কেরলের ভিজিংজাম
ঘ. পশ্চিমবঙ্গের বকখালি।
৭. বেলা, খাদির এগুলো কি?
ক. নদী গঠিত নবীন পলি গঠিত সমভূমি
খ. কচ্ছের রণে অবস্থিত দ্বীপ
গ. মহানদী অঞ্চলের ব-দ্বীপের নাম
ঘ. গাঙ্গের সমভূমির জলাভূমি
৮. ভারতের মেট্রো রেল পৃথিবীর কত তম পাতাল রেল?
ক. ৭৫তম
খ. ৮২তম
গ. ৪০ তম
ঘ. ৭৩ তম
৯. ‘ডাউ’ উপজাতি কোন রাজ্যে বাস করে?
ক. মণিপুর
খ. গুজরাট
গ. অরুনাচল প্রদেশ
ঘ. তামিলনাড়ু
১০. নিকোবরের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
ক. মাউন্ট থুলিয়ার
খ. মাউন্ট কোসিয়াস্ক
গ. স্যাডেল পিক
ঘ. দ্য গ্রেট পিক অফ নিকোবর
Copy Right- ভূগোল ডট কম
WBCS- প্রস্তুতি (ভারতের ভূগোল) MCQ-1
Reviewed by ভূগোল প্রেমী
on
অক্টোবর ০১, ২০১৭
Rating: