আমরা অর্থনৈতিক ভূগোলের বিভিন্ন অংশগুলিকে নিয়ে আলোচনা করছি। অর্থনৈতিক ভূগোলের একটি অংশ কাষ্ঠশিল্প। এর আগে আমরা প্রথম পর্বে ১৫টি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করেছি। আমরা পর্যায়ক্রমিক ভাবে কাষ্ঠশিল্প সম্বন্ধে আলোচনা করবো, এবং ধারাবাহিক ভাবে এটি চলতে থাকবে। তাই প্রতিনিয়ত আমাদের সাইটে নজর রাখুন। এবং আপনাদের কাজে লেগে থাকলে আপনাদের মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে সবাইকে জানাবেন। আপনারা মতামত না দিলে আমরা ভালো কিছু লেখার উৎসাহ পাইনা। চলুন তাহলে দ্বিতীয় পর্ব শুরু করা যাক-
![]() |
কাষ্ঠশিল্প- পর্ব-২ |
১৬. প্রাকৃতিক স্পঞ্জ কাকে বলে- অরন্যকে।
১৭. নিউজিল্যান্ডে নাতিশীতোষ্ণ তৃণভূমির
নাম কী- ক্যান্টারবেরি।
১৮. ‘চির গোধূলি অঞ্চল; কাকে বলা হয়-
নিরক্ষীয় অরন্যকে।
১৯. তৈগা বনভূমি কাকে বলে- ইউরেশিয়াতে
অবস্থিত বিশ্বের বৃহত্তম সরলবর্গীয় পাইন গাছের বনভূমিকে তৈগা বলে।
২০. দক্ষিন আফ্রিকার নাতিশীতোষ্ণ তৃণভূমির
নাম কী- ভেল্ট।
২১. ব্রাজিলের ক্রান্তীয় তৃণভূমির নাম কী-
ক্যাম্পস।
২২. কোন্ গাছের অস থেকে চুইং গাম তৈরি হয়-
জাপোটি গাছের রস থেকে।
২৩. ভূমধ্যসাগরীয় অঞ্চলের গুল্মজাতীয়
ঝোপঝাড় ক্যালিফোর্নিয়াতে কি নামে পরিচিত- চ্যাপারেল। (ফ্রান্সে- ম্যাকুই, ইতালিতে-
ম্যাকিয়া, চিলিতে- ম্যাটোরেল, অস্ট্রেলিয়ায়- ম্যালি, দক্ষিন আফ্রিকাতে- ফিম্বস
নামে পরিচিত)।
২৪. বর্তমানে ভারতে কত পরিমান অরন্য রয়েছে-
২৩.৮১ বা ২৪ %।
২৫. ভারতের বননীতি কত সালে প্রথম গৃহীত হয়-
১৮৯৪।
২৬. ক্রান্তীয় তৃণভূমি জিম্বাবোয়ে তে কি
নামে পরিচিত- পার্কল্যান্ড।
২৭. জলপাই ( বা টক জাতীয় ফল) যে অঞ্চলের
আদর্শ উদ্ভিদ- ভূমধ্যসাগরীয় অরন্য।
২৮. সাইবেরিয়াতে সরলবর্গীয় অরন্যকে কী বলে-
তৈগা।
২৯. নাতিশীতোষ্ণ তৃণভূমির অপর নাম কী-
স্তেপ।
৩০. পৃথিবীর চিরবসন্তের অরন্য কাকে বলে-
ভূমধ্যসাগরীয় অরন্যকে।
সকলকে ধন্যবাদ এতক্ষন আমাদের সাথে থাকার জন্য। লেখাটি কাজের মনে হলে কমেন্ট এবং শেয়ার করবেন। সকলের কাছে অনুরোধ দয়াকরে লেখাগুলি কপি করে অন্যান্য যেকোনো যায়গাতে পোষ্ট করবেন না, যদিও বা করেন আমাদের পূর্ন সূত্র দিয়ে করবেন। নাহলে আমাদের কষ্টকে অপমান করা হবে।পরবর্তি পোষ্ট পড়ার জন্য আমন্ত্রন জানিয়ে রাখলাম। ভালো থাকবেন সকলে।
কাষ্ঠশিল্প- পর্ব-২
Reviewed by Geography for you
on
অক্টোবর ০৪, ২০১৭
Rating:
