দক্ষিণ ভারতে অনেকটা জুড়ে হাজার বছর ধরে রাজত্ব করে আসছে নীলগিরি পর্বতমালা। এর অন্তত ২৪টি চূড়া ২,০০০ মিটার উঁচু। পর্বতটির প্রথম উল্লেখ পাওয়া যায় ১,১১৭ খ্রিষ্টাব্দে, এক রাজার দাপ্তরিক নথিপত্রে। ‘নীলগিরি’ নামে অবশ্য নয়, ‘নীলা’ নামে।
পর্বতটির প্রধান আদিবাসীদের মধ্যে আছে— টোডা, কুরুম্বাস, কোটা, ইরুলা, বাগাদা। পরে এক সময় এটা ইংরেজদের দখলে চলে যায়। ১৬০৩ সালে ফাদার ইনিনিসিও প্রথম এই পর্বত এলাকায় আসেন, চড়ে বসেন পর্বতচূড়োয়।। দেখা হয় টোডাদের সাথে।
নীলগিরির চূড়াগুলোর মধ্যে আঙ্গিন্দা, চিন্না দোদ্দবেট্টা, চোনোর বেট্টা অন্যতম। মোটমাট প্রায় ৩৯টি চূড়ো রয়েছে। নীলগিরি পর্বতের সর্বচ্চ শৃঙ্গ হল #দোদাবেতা যার উচ্চতা ২,৬৩৭ মিটার। এর আছে অনেক ঝর্ণাও। তার মধ্যে সবচেয়ে বিখ্যাত উত্তর কোলাকাম্বিয়া থেকে ঝরে পড়া অভঙ্গুর #কোলাকাম্বিয়া ঝর্ণা। পর্বতটিতে প্রায় ২,৭০০ প্রজাতির ফুলগাছ রয়েছে। রয়েছে হরেক রকমের পশু-পাখি। এটি ইউনেস্কোর সাইট হিসাবে পরিচিত।
নীল বর্ণের #কুরিঞ্জি ফুলে এই পর্বত এমন ভাবে ঢেকে থাকে যাতে দূরে থেকে দেখে মনে হয় যেন একটি নীলাভ বেগুনি গালিচা সমগ্র পার্বত্য অঞ্চলটিকে ঘিরে রেখেছে।এই কারনেই এই পর্বতের নাম নীলগিরি হয়েছে।
ভিডিওটি দেখতে ভুলবেন না।।
ভারতের নীলগিরি পর্বত
Reviewed by ভূগোল প্রেমী
on
মার্চ ১৭, ২০১৭
Rating:
